মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে সবজির বাজার।
নিম্ন আয়ের মানুষের নেই হতাশার শেষ।
নিম্ন আয়ের মানুষেরা হার ভাঙ্গা পরিশ্রম করে ছেলে মেয়ে ও পরিবারের মুখে যে খাবার তুলে দিবে এখন তা মৃত্যুর মত মনে হয়।
আজ জৈন্তাপুর সবজির বাজার দৈনিক বিকাল বার্তার পরিদর্শন করে দেখা যায়, আলু ৬০ টাকা টমেটো ১৫০ টাকা বেগুন ৮০ টাকা প্রতিপিচ লাউ ১৬০ টাকা বরবটি ৮০ টাকা ঝিঙ্গা ৮০ টাকা কচুরমুকি ৮০ টাকা পুইশাক ৭০ টাকা যে কাচা মরিচ কয়েকদিন আগে ছিলো প্রতি কেজি ৪০০ টাকা তা দাম বেড়ে হয়েছে ৬০০ টাকা।
তার মধ্য হলুদ ৩২০ টাকা মরিচ গুড়া ৪৮০ টাকা ধনিয়া গুড়া ২৫০ টাকা পিয়াজ ১১০ টাকা রসুন ২২০ টাকা।
হাসের ডিম হালি ৮০ টাকা এবং ফার্মের মুরগির ডিম ৬০ টাকা বাজারে বিক্রি হচ্ছে।
লাগামহীন ভাবে কাঁচা সবজির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ।
বাজার করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন ,আমি সামান্য বেতনে চাকরি করি একটি কোম্পানিতে । বর্তমানে সবজির দাম অত্যধিক বৃদ্ধিতে বিপাকে আছি । প্রতিটি সবজি কেজি বেড়েছে ২৫-৩০ টাকা । প্রায় ১শ’ কাছাকাছি সবজির দাম । এখন বাজার নিয়ন্ত্রণ কার হাতে আমরা জানি না । তবে এভাবে চললে আমাদের বেঁচে থাকা খুবই কঠিন ।
রিকশাচালক একজন ব্যক্তি বলেন,সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ৪শ’ টাকা দিই । তারপর হাতে ৩-৪ টাকা থাকে । বাজার করতে প্রতিদিনই প্রায় সব টাকা চলে যায়।চাল কেনার টাকা ও থাকে না। মাছের কথা নাই বললাম। তাহলে আমাদের চলবে কেমন করে । সংসারে মোট ৫/৬ জন সদস্য । তাদের ভরন-পোষণ চালাতে খুবই হিমসিম খাচ্ছি । এভাবে দিন দিন সবজির দাম বাড়লে আমরা বাঁচবো না ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ