লাকী আক্তার :সিলেট জেলা প্রতিনিধি:
-জৈন্তাপুর উপজেলায়
জৈন্তিয়া মানবিক টিম এর উদ্যোগে শ্রীখেল দরবস্ত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়,
আয়োজনে রক্তদান কর্মসূচি ও বাল্যবিবাহ প্রতিরোধে গন-সচেতনতা বিষয়ক আলোচনায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক বৃন্দ ও ছাএ ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
এছাড়া ও উপস্থিত ছিলেন জৈন্তিয়া মানবিক টিম এর প্রতিষ্ঠাতা মোঃ রুবেল আহমদ,সভাপতি মোঃ রাসেল আহমদ,সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন (রনি),সহকারী সদস্য সচিব ফাতেমা জান্নাত এবং অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সহকারী সদস্য সচিব ফাতেমা জান্নাত এ উপস্হাপনায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ রুবেল আহমদ।
তিনি বলেন,একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা। তিনি আরো বলেন,বাল্য বিবাহের কারণগুলো, যেমন-দারিদ্র্যতা, নিরক্ষরতা, মেয়েদেরকে উপার্জনে অক্ষম ভাবা,যৌতুক, সামাজিক প্রথা, ধর্মীয় ও সামাজিক চাপ,এই বিষয় সম্পর্কে।
আরো বলেন,সরকারি আইন অনুযায়ী, মেয়েদের বিয়ে দিতে হলে বয়স হতে হবে ১৮ বছর, ও ছেলেদের হতে হবে ২১ বছর। ১৮ বছরের নিচে যে মেয়েকে বিয়ে দেওয়া হয় তাকেই বলে বাল্য বিবাহ।বাল্য বিবাহ স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ।বাচ্চা জন্মদানে মায়ের মৃত্যু ও হতে পারে । সর্বশেষে বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি হট লাইন নং হচ্ছে ৩৩৩.
এবং পুলিশ সহায়তা নং ৯৯৯.তাই এখনি তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত আলোচনায় সভাপতি মোঃ রাসেল আহমদ তার বক্তব্যে রক্তদানের সুফল এবং কুফল তুলে ধরতে গিয়ে বলেন “যারা প্রতিদানে কিছু আশা না করে অন্যদের সাহায্য করে তারাই প্রকৃত মানুষ।আজই রক্তদান করুন,যাতে কেউ কখনো রক্তের অভাবে মৃত্যুর মুখে পতিত না হয়।
সাহসী হোন এবং রক্তদান করুন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃফরিদ আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন
ক্রাইম তালাশ প্রতিদিন এর ব্যুরো প্রধান কামরুল হাসান জুলহাস, সিলেট জেলা জাতীয় দৈনিক বিকাল বার্তার, সিলেট জেলা প্রতিনিধি, সাংবাদিক লাকী আক্তার, ও ক্রাইম তালাশ প্রতিদিন এর শাহপরান থানা প্রতিনিধি মঈন উদ্দিন।
সার্বিক সহযোগীতা (ইউএস) প্রবাসী আব্দুল গাফফার খসরু চৌধুরী।