মোঃ খলিলুর রহমান (ঝালকাঠি জেলা প্রতিনিধি):
ঝালকাঠি পৌরসভার ৬ নাং ওয়ার্ড আয়োজিত পশ্চিম বাসন্ডা মৃধা বাড়ি,আযীযিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে মাদক, জঙ্গি, ইভটিজিং ও সন্ত্রাস দমন বিষয়ক জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জনাব মামুন সিকদারের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর জনাব আব্দুল কুদ্দুস হাওলাদার (৬ নাং ওয়ার্ড পৌরসভা)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহিতুল ইসলাম (অতিরিক্ত পুলিশ কমিশনার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা),জনাব শামসুল ইকরাম পিরু (প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ), মহিলা কাউন্সিলর মালা বেগম,মূক্তিযোদ্বা ফজলুল হক মিলু , মোঃ শাহজাহান মেধা, মোঃ সবুজ মেধা, মোঃ হানিফ সরদার এবং ৬ নং ওয়ার্ড যুব-উন্নযন এর সকল নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।