ঝালকাঠি প্রতিনিধি:
বরিশালের ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানকে ২য় বারের মতো কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন।এর আগে গত ৩ মে তাকে শোকজ করা হয়। বুধবার (১৫ মে) বিকেলে বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকজ নোটিশে বলা হয়েছে,গত ১৪ মে ঝালকাঠি পৌরসভার কীর্তিপাশা মোড় এবং রাত ৮ টার দিকে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচনি সভা চলাকালে আপনার কর্মী সমর্থকগণ সভার স্টেজ লক্ষ্য করে চেয়ার নিক্ষেপ ও ভাংচুর করেন। চেয়ার নিক্ষেপের ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব সুলতান হোসেন খান এর সভা ভন্ডুল হয়ে যায় এবং তিনিসহ তার ১০ (দশ) জনের অধিক কর্মী আহত হন যারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। আপনার কর্মী। সমর্থকগণ কর্তৃক এহেন আচরণের ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে যা নিম্নস্বাক্ষরকারীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এছাড়াও জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় এ বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনার এই ধরনের আচরণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করছে যা অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের অন্তরায়। এছাড়া গত ৩ মে ২০২৪ তারিখে আপনাকে আচরণ বিধি লঙ্ঘণের জন্য কারণ দর্শানো হয় এবং বিগত ৪ মে এই মর্মে লিখিত অঙ্গিকার করেন যে, আপনি আর কখনও নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘণ করবেন না। তা সত্ত্বেও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৭ এর ১(ক) ও ৩১ বিধি সুষ্পষ্ট লঙ্ঘন করেছেন।
এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি লংঘন করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে (১৬ মে ২০২৪ তারিখের মধ্যে) নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ