ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ। ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের সুরাট গ্রামের আকরাম হোসেনের পুত্র হৃদয় আহমেদের সাথে পৃর্বের প্রেমের টানে নব বিবাহিত স্বামীকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরে অজনার উদ্দেশে পাড়ি জমিয়েছে নববধূ রাবেয়া খাতুন।
এলাকাবাসী জানান, গত সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের আলমগীর হোসেনের একমাত্র পুত্র রাইসুল ইসলাম রাজু এবং সদর উপজেলার হুদো সুরাট গ্রামের আব্দুর রহমানের একমাত্র কন্যা রাবেয়া খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
স্কুল সূত্রে জানা যায় ,হৃদয় আহমেদ দশম শ্রেণিতে ও রাবেয়া খাতুন নবম শ্রেণিতে একই মাধ্যমিক স্কুলে লেখাপড়া করছিল।
রাবেয়ার মেজোভাই রইচএর বন্ধু ছিলো হৃদয় আহমেদ সেই কারনে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের কথা জানতে পারে রাবেয়ার পিতা আব্দুর রহমান ও মাতা মাহফুজা বেগম। ঘরের সম্মান রক্ষার জন্য রাবেয়ার পিতা মাতা কন্যকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করে, এক পর্যায়ে দেখাদেখি পর্বশেষে মেয়েকে তাড়াহুড়া করেই বিবাহ করিয়ে দেন।একথা জানতে পারে প্রেমিক হৃদয় আহমেদ।
গত সোমবার(৬ জানুয়ারি ২০২৫ ) স্বামীর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী থেকে দাদার সাথে বিকেলে বাপের বাড়িতে বেড়াতে আসে সেই রাতেই সকলের অগোচরে রাতের আধারে আমার বাড়ি থেকে হৃদয় আহমদের হাত ধরে পালিয়ে যায় বলে জানিয়েছেন নববধূ রাবেয়া খাতুনের পিতা আব্দুর রহমান।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো:আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি,আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ