ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ:
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিল ঘুষিতে মোহাম্মদ আলী (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী একই গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আশকার আলী, তার স্ত্রী আয়েশা খাতুন ও পুত্র আসাদুলকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার বাদপুকুর পশ্চিমপাড়া গ্রামের আশকার আলীর পুত্র আশাদুল ইসলাম মুদি দোকানদার মোহাম্মদ আলীর দোকানে ৮৪০ টাকা বাকি করে। দোকানদার মোহাম্মদ আলী একাধিকবার উক্ত দোকান বাকীর টাকা পরিশোধের তাগাদা দিলেও আশাদুল ইসলাম টাকা পরিশোধ করতে টালবাহানা করে। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে দিকে মুদি ব্যবসায়ী মোহাম্মদ আলী উক্ত পাওনা টাকার জন্য আশাদুলের বাড়িতে যান। এ সময় আশাদুল ইসলাম, তার পিতা আশকার আলী এবং মা আয়েশা খাতুনের সাথে মোহাম্মদ আলীর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দোকানদার মোহাম্মদ আলীকে উপুর্ষপুরী কিল ঘুষি মারতে থাকে তারা। এতে মোহাম্মদ আলী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আশকার আলী, তার স্ত্রী আয়েশা খাতুন ও পুত্র আশাদুল কে আটক করা হয়েছে। আটককৃতরা ঝিনাইদহের ডাকবাংলা বাজারের জনৈক আব্দুর রবের চালকলে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ