★মাহাবুবুর রহমান (টিপু)
কালিগন্জ (প্রতিনিধি)ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে হঠাৎ করে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ।আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালগুলোতে বিপুল সংখ্যক ডায়রিয়া রোগে ভর্তি হয়েছে।
হাসপাতালে পর্যাপ্ত সিট না থাকায় অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবছরে এপ্রিলু মে মাসে তীব্র গরম ও খাবার পানি কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। তবে এ বছর আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
কালিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী ডায়রিয়ায় আক্রান্ত।
আরো কয়েকগুণ রোগী যাদের পানি শূন্যতা নেই তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রোগীদের মধ্যে (৬০) শতাংশই শিশু দ্রুত রুগী বৃদ্ধি পাচ্ছে।
সরজমিনে কালিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে দেখা যায়, অনেক রোগী সিট না পেয়ে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি বেশিরভাগ রোগী ডায়রিয়া আক্রান্ত।
এ ব্যাপারে ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন। সবাই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
আমাদের শিশুদের ব্যাপারে বেশি সচেতন হতে হবে।
তাদের খাদ্যা অভ্যাসের দিকে লক্ষ্য রাখতে হবে।
আমাদের সবাইকে বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে রাস্তার ধারে শরবত বরফ, মিশ্রিত পানি এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিরাপদ পানি পান করবেন। এবং অস্বাস্থ্যকর খাবার খাবেন না ডায়রিয়া হলে অবশ্যই ওর স্যালাইন খাবেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সততা নিশ্চিত করে জানান,
গত কয়েকদিনে তীব্র গরমের কারণে ডায়রিয়া রোগের সংখ্যা বাড়ছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ