মোঃ জসীম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে মোটরসাইকেল চুরির সময় আল-আমিন সর্দার (৪৫) নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। বুধবার (১৯ জুন) রাতে শহরের মোবারকগঞ্জ সুগার মিলের পেছনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক আল আমিন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ী গ্রামের বাসিন্দা। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। আল আমিন সর্দারের বিরুদ্ধে চুরি, মাদক ও মারামারির ১৯টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, উপজেলার পিরোজপুর উত্তর পাড়া গ্রামের রনি হুসাইনের একটি লাল-কালো রঙের ১১০ সিসি’র ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ সময় শহরের কাশিপুর গ্রামস্থ মোবারকগঞ্জ সুগারমিলের পেছনের রাস্তায় মোটরসাইকেলটি স্টার্ট করতে না পারায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন আল-আমিন সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। ১০ বছর যাবৎ বিভিন্ন এলাকা থেকে তিনি মোটরসাইকেল চুরি করে আসছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।