★কালিগন্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্য
দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮ টায় সরকারী নলডাঙ্গা ভূষণ
স্কুল মাঠে মার্চ পাষ্ট কুচকাওয়াজ অনুষ্টানের আয়োজন করা হয়।
সকালে মার্চ পাষ্ট সালাম গ্রহণ ও পুরস্কার অনুষ্টানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪
আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান
জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কালীগঞ্জ
থানার অফিসার ইনচার্জ আবু আজিফ। মার্চপাষ্টে বাংলাদেশ পুলিশ, আনছার,
ফায়ার সার্ভিস, বিএসসিসি, রোভার ষ্কাউট ও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্টান অংশ
নেয়। শেষে কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে মহড়া করে। এছাড়াও দিনব্যাপী আরো
অনুষ্টান সুচীর মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনাসহ উপজেলার
মসজিদসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার ও সকল
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা
করে বিশেষ দোয়া করা হয়।