ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ হাওলাদারের কন্যা
রেখা খাতুন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধি, নিজের পায়ে তিনি হাঁটতেও পারেন না।। হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী রেখা খাতুনের হাঁটার জন্য দরকার একটি ক্রাচ। এমন খবরের ভিত্তিতে এক সহৃদয়বান ব্যক্তি এ খবর শোনার পর হাটার জন্য একটি ক্রাচ দিয়েছেন রেখা খাতুনের ক্রাচ পেয়ে খুবই খুশী হয়েছেন।রেখা খাতুন ক্রাচ পাওয়ার পর তার চোঁখ পানিতে ছলছল করছিল। নিন্ম অসহায় এ পরিবারের এখন একটাই চাওয়া, সামনে ঈদ আমার চলাচলের তেমন কোন ব্যাবস্থা নাই প্রতিবন্ধি ভাতা যা পাই সেই টাকা দিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়। আমি অত্র এলাকার অবহেলিত শারীরিক প্রতিবন্ধী।আমার সম্বন্ধে যদি আপনারা একটু খোঁজ নেন তাহলে, হয়তো জানতে পারবেন।। শারীরিক প্রতিবন্ধী রেখা খাতুন। তার দাবি এলাকায় অনেক বিত্তবান লোক আছে, তদন্ত করে আমাকে আর্থিকভাবে ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেছেন।