মোঃ জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে সারা দেশে হঠাৎ করে হামলা ভাংচুর ও সবার মাঝে আতংক বিবাজ করে।বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে বেশি আতংকের সৃষ্টি হয় এবং তারা কিছুটা হতাশ হয়ে পড়েন। তাদের হতাশা ও আতংক দুর করতে
ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকাল ৪টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান চেয়ারম্যান জনাব খুরশিদ আলম মিঞা ।অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং মহারাজপুর ইউনিয়ন জামাতের আমির ও ৭নং ওয়ার্ডের মেম্বার জনাব আহাম্মদ আলী।বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সদস্য বাবু গনেশ চন্দ্র, মহারাজপুর ইউনিয়ন কমিটির সভাপতি ডা: নারদ কুমার ব্যানার্জী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার ঘোষ, ইউনিয়ন সনাতন ধর্মের নেতা বাবু শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বাবু প্রনব ব্যানার্জী, বাবু নারায়ন জীবন ব্যানার্জী, বাবু শমেষ ব্যানার্জী, বাবু রামকৃষ্ণ ঘোষ, বাবু গৌরপদ বিশ্বাস, ইউপি সদস্য সোহেল রানা, আতিকুর রহমান, আশরাফুল ইসলাম তরুণ, লিটন মোল্লা, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন ও আশরাফুল ইসলাম সোহেল। এছাড়াও পরমান্দপুর দক্ষিণপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, তেতুলতলা সার্বজনীন দূর্গা মন্দির, বিষয়খালী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির, আন্দুলবাড়িয়া দাসপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পশ্চিম ভবানীপুর সার্বজনীন দূর্গা মন্দির, কুলবাড়িয়া সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ রামনগর সার্বজনীন দূর্গা মন্দির, বড় খড়িখালী দাসপাড়া সার্বজনীন7 দূর্গা মন্দির,খড়িখালী আমতলা নৃসিংহপুর পঞ্চাননতলা সার্বজনীন দূর্গা মন্দির, পরমান্দপুর মাঝের পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরসহ ১০টি মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা সফল ভাবে পালন করার জন্য চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য প্রদান করেন। সনাতন ধর্মের নেতারা বলেন আমাদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা সার্বক্ষণিক আমাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন আমরা কোন ক্ষতিগ্রস্থ হয়েছি কিনা। চুরি ডাকাতি লুটপাট মারামারি ঠেকাতে তিনি গ্রামে গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করেছেন যার কারনে মহারাজপুর ইউনিয়নে কোন রকম সমস্যা হয়নি। সে কারনে আমরা সনাতন ধর্মের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারছি।সনাতন ধর্মাবলম্বী মানুষের কল্যাণে পাশে থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। ঝিনাইদহ সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা গাঢাকা দিয়েছে কিন্তু আমি আপনাদের ছেড়ে কোথাও যায়নি।আমি মনে করি আমাদের বিপদের সময় আমার আপনাদের পাশে থাকতে হবে। দেশে হঠাৎ একটি পরিবর্তনের কারণে কিছু অতিউৎসাহী মানুষ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন ধর্ম যার যার রাষ্ট্র সবার মহারাজপুর ইউনিয়নে যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।মনে রাখবেন আপনারও এ দেশের নাগরিক আপনাদেরও অধিকার আছে এদেশের আর অন্য সব নাগরিকদের মত বসবাস করার।
১৭-৮-২০২৪