জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
আজ পাচঁ দিন ধরে পরিবার ও দলীয় নেতারা মোবাইল ও হোয়াটসঅ্যাপে এমপির সাথে যোগাযোগ করতে পারছেন না। সংসদ সদস্যর এপিএস আব্দুর রউফ জানান,গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার পরিচিত বন্ধু গোপালের বাসাতে ওঠেন। পরদিন ১৩ মে হোয়াটসঅ্যাপে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সর্বশেষ ১৪ মে একবার কথা হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন করতে পারছেন না পরিবার ও রাজনৈতিক নেতারা। সে কারণে সবার মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে।এ ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেও জানান পরিবারের লোকজন। শনিবার এমপির ভাতিজা সাইমনসহ তিনজন ভারতে পৌঁছেও এমপির কোন সন্ধান পাননি।এদিকে,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান,এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে যাওয়ার পরদিন শুধু কথা হয়েছে। এরপরে তিনি কোথায় আছেন, কেনো ফোন বন্ধ,কী ঘটনা ঘটেছে তারা জানতে পারেননি। সে কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুঃশ্চিন্তায় রয়েছেন।
এদিকে,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন,‘আমরা গতকাল বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি।এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল-আহসান বলেন,‘কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরাও শুনেছি,যেহেতু ভারতের মধ্যে ঘটনা সে কারণে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ