নেত্রকোনা প্রতিনিধি ।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের দ্বীননগর গ্ৰামের প্রায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী তাদের দেব দেবীর পূজা অর্চনা থেকে বঞ্চিত আছে বলে সরেজমিনে পর্যাবেক্ষন করে দেখা যায়। অত্যন্ত দারিদ্র্য সীমার নীচে বসবাস কারী প্রায় অর্ধশতাধিক পরিবারের একমাত্র আরাধনার স্থান মন্দিরের জন্য মতিলাল রবিদাস নামের গ্ৰামপুলিশ গ্ৰামবাসীর জন্য তার বসত বাড়ীর পাশে মন্দির নির্মাণ করলেও কালবৈশাখী ঝড়ে তার মন্দির ভেঙ্গে যায়।প্রায় পঞ্চাশটি পরিবারের মাঝে শতাধিক মানুষের সবাই দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। দিন এনে দিন খেয়ে কালক্ষেপণ করছেন এই হিন্দু পরিবার গুলো ।তাদের পক্ষে পরিবারের চাহিদা পূরণ করে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য পুনরায় মন্দির নির্মাণ করাটা অনেকটা দূরহ ব্যাপার।
সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, তারা দেব দেবীর ছবি মাঠিতে রেখে সেখানেই পূজা অর্চনা করে আসছে দিনকে দিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন, সেখানে উক্ত গ্ৰামবাসী সেই সুযোগ সুবিধা হতে বঞ্চিত থেকে গেছে নীরবে নিভৃতে।
এলাকাবাসীর দাবী ধর্মীয় উপাসনালয় বানাতে মন্দির স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের দ্বীননগর গ্ৰামের হিন্দু অসহায় মানুষ গুলো