সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক >>
জাতীয় দৈনিক বিকাল বার্তায় সংবাদ প্রকাশের পর ও অনলাইন পোর্টাল সময় টিভি বাংলায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র আহবানে ১৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। সেই অভিযানে ৭০০টি কাঠের নৌকা, ৯ লক্ষ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও ২টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করা হয়।
টাস্কফোর্সের এই
অভিযানের পর এখন আরো বেপরোয়া গোয়াইনঘাটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারী গোলাম কিবরিয়া রাসেল গংরা। তাকে সহযোগিতা করছে স্থানীয় রিয়াজ মেম্বার।
তারা প্রশাসনকে চ্যালেঞ্জ করে রাতের আধারে প্রতিদিন কয়েক কোটি টাকার বালি পাথর অবৈধভাবে উত্তোলন করছে। যাহা মাসিক হিসেবে অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যায় বলে বারকি শ্রমিকরা এই প্রতিবেদককে জানিয়েছেন। তাদের এই অবৈধ বালি পাথর উত্তোলনের টাকা সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শ্রমিক নেতাদের কিছু অংশ দিয়ে মূখ বন্ধ করে অপকর্ম চালায়। এখনই এসব বন্ধ করতে না পারলে সরকার বিপুল পরিমাণ সরকারী রাজস্ব থেকে বঞ্চিত হবে।
উল্লেখ্য এর আগে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বালুমহাল নিয়ে জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকায় ইজারাদার পলাতক,ভূয়া কাগজে অবৈধভাবে বালু মহালে গোলাম কিবরিয়া রাসেলগংদের চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর অভিযান দিয়েছে টাস্কফোর্স। গত ১৪ অক্টোবর সিলেটের গোয়াইনঘাটের ছৈলখাল এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র আহবানে সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
অভিযানে ৭০০টি কাঠের নৌকা, ৯ লক্ষ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও ২টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত নৌকা, পাথর, বালু এবং পাথর ভাঙ্গা মেশিন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক থানায় মামলা দায়েরের বিষয়টি চলমান রয়েছে। চলবে