সোহাগ সেন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার রাত ৮ টায় উপজেলার পৌর মার্কেটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গনঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া শাখার সভাপতি মো. শাহিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. মুনায়েম।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পিরোজপুর শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি মো. হাসান, টুঙ্গিপাড়া গনঅধিকার পরিষদের সহ-সভাপতি রইসুল ইসলাম, নিজাম সরদার, টুঙ্গিপাড়া যুব অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম নাদিম, সহ-সভাপতি আজম শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল প্রমূখ।
আলোচনা সভা শেষে গনঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সোহাগ সেন
তারিখ :২৭/১০/২০২৪