আমিন স্টাফ রিপোর্টার: কক্সবাজার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়ন শামলাপুরের সন্তান মো. সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে, সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ বছরের শুরুতে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন। মো. সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে পুলিশ সদর দপ্তরে এডিশনাল পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৭৫ সালে টেকনাফের শামলাপুর গ্রামে জন্মগ্রহণকারী মো. সাইফুল্লাহ কক্সবাজারের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র। তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদানের আগে তিনি সন্দ্বীপ ও সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবেও কাজ করেছেন। মো. সাইফুল্লাহর স্ত্রী রোমানা রহমান সম্পা বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। তাদের পরিবারে তিনি ছাড়াও আরো দুই ভাই রয়েছেন। বড় ভাই মো. শহিদুল্লাহ ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা “একটেড বাংলাদেশ” এর গভর্নমেন্ট লিয়াজো ম্যানেজার এবং ছোট ভাই মোহাম্মদ ফয়েজ উল্লাহ কক্সবাজার সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ