বিশেষ প্রতিনিধি:
বাংলাদশে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, টেকনাফ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
আগামী দুই বছরের জন্য ড্রিম কেয়ার ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হোসাইনকে সভাপতি ও টেকনাফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বিএ অনার্স এমএ কে সাধারণ সম্পাদক এবং মোচনী সীমান্ত ল্যাবের পরিচালক শাহ আলম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটিতে ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি – ওমর ফারুক (কেয়ার ল্যাব, টেকনাফ ), সহ-সভাপতি –মাকসুদুর রহমান (ডায়নামিক ক্লিনিক্যাল ল্যাবরেটরী শামলাপুর), যুগ্ম সাধারন সম্পাদক – মোঃ আলম (নাফ সীমান্ত প্যাথলজী সেন্টার), সহ সাংগঠনিক সম্পাদক,ভুলু কান্তি দাস (নাফ ভিউ প্যাথলজী সেন্টার, হাসপাতাল গেইট)কোষাধ্যক্ষ – আলি আহমদ (লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, নয়াপাড়া), প্রচার সম্পাদক–সাইফুল ইসলাম (ইনপালস ডায়গনস্টিক সেন্টার,হোয়াইক্যং)নির্বাহী সদস্য – তোফাইল আহমদ (হ্নীলা ডায়াগনস্টিক সেন্টার), কামাল হোসেন (লাইফ কেয়ার, হ্নীলা ),মিল্টন কান্তি দাস (মণি মুক্তা প্যাথলজী সেন্টার, নয়াপাড়া), তানভীর আহমদ,(মা ও শিশু হাসপাতাল, টেকনাফ), রবিউল ইসলাম (লেদা হেলথ্ কেয়ার সেন্টার)।
৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় হাসপাতাল গেইটের পূর্ব পাশে অবস্থিত ড্রিম কেয়ার ডায়গনস্টিক সেন্টারের অস্থায়ী কার্যালয়ের অফিস কক্ষে এক সাধারণ সভা আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। টেকনাফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান বিএ অনার্স এমএর সঞ্চালনায় সভাপতিত্ব করেন , শামলাপুর ডায়নামিক ক্লিনিক্যাল ল্যাবরেটরীর পরিচালক মাকসুদুর রহমান। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে টেকনাফ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে পরিচিত সভায় উপদেষ্টা কমিটিও গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে , যেখানে চিকিৎসক সহ উপজেলার সুশিল সমাজের প্রতিনিধিরা জায়গা পাবে।
উল্লেখ্য, সাধারণ সভায় টেকনাফ উপজেলায় অবস্থিত সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালকগণ বা প্রতিনিধি উপস্থিত ছিলেন।