আমিনুল ইসলাম রনি আমিন কক্সবাজার প্রতিনিধি:
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের টেকনাফ সদর ইউনিয়ন শাখায় উত্তম বাবুকে সভাপতি ও রমজান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ তাঁতী লীগ টেকনাফ সদর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
টেকনাফ সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক উত্তম বাবু’র সভাপতিত্বে, সদস্য সচিব রমজান আলী’র সঞ্চালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক তজিল আহমদ, বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সালাম (সাইফুল), পৌর তাঁতী লীগের সভাপতি শফিক, সহ-সভাপতি সালামসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সংগঠনের নেতা কর্মীরা বলেন- যেহেতু এটা পেশাজীবী সংগঠন, তাঁতীদের সংগঠন, এখানে যেমন তাঁতীদের কাজ হবে, একইভাবে আধুনিক বাংলাদেশের রূপকা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে একজন সৈনিক হিসেবে আমরা কাজ করব, আমাদের সকলের এমনটাই হওয়ার কথা। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল আওয়ামী লীগের আদর্শকে তাঁতীদের মধ্যে ছড়িয়ে দেয়া। আর আমরা দলীয় সরকারের মাধ্যমে তাঁতীদের একটা স্মার্ট গ্রুপ তৈরি করব এবং বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।