ইমরান সরকার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ট্রাকসহ মহিষ ছিনতাই মামলায় ৩ আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত চারটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পিছন থেকে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মানিক রানার নেতৃত্বে একটি অভিযানিক দল ডাকাতি ও ছিনতাই মামলায় ৩ জনকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন – শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাজু মিয়া (৩৭), আব্দুর রশিদের ছেলে আব্দুল আলীম (২৮) ও ভাগকোলা গ্রামের আনারুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৯)।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি (শনিবার) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাট থেকে বাদীসহ ব্যবসায়ী মোস্তফা ও নাছির ৩টি করে মোট ৯টি মহিষ ক্রয় করে। মহিষগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রাক (ঢাকা-ড-১৪-৭৬৭১) ভাড়া করে। ঐদিন রাত ১০টার দিকে স্থানীয় রাখাল খলিলুর রহমানকে সাথে নিয়ে মহিষগুলো ট্রাকে তুলে যাত্রা শুরু করে। রাত আড়াইটার দিকে (২৬ জানুয়ারি) ট্রাকটি ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুনদহ সেতু এলাকায় পৌঁছিলে ওতপেতে থাকা ডাকাতদল একটি ট্রাক নিয়ে মহিষ বোঝাইকৃত ট্রাকটির গতিরোধ করে। এসময় ট্রাকের চালক, হেল্পার, রাখাল ও তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও প্রাণনাশের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মুখে আঠালো টেপ লাগিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। পরে জিম্মিদের ডাকাত দলের আনা ট্রাকে উঠানো হয় এবং ভোর ৫টার দিকে তাদের বগুড়ার মাটিডালি বাইপাস সড়কের জয়বাংলা নামক স্থানে ফেলে রেখে চলে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৩ আসামী দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের আজ জেল হাজতে পাঠানো হয়েছে।