এ এ রানা::
ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের সূচনা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম।
পুলিশ কমিশনার মহানগরীর সম্মানিত নাগরিকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেন। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার জন্য আহবান জানান। উল্টোপথে যানবাহন না চালাতে ও যত্রতত্র যানবাহন পার্কিং না করার জন্য আহবান জানান।
পর্যটন নগরী ও প্রকৃতি কন্যা সিলেটের রাস্তায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, লিফলেট বিতরণ করেন এবং গাড়িতে স্টিকার লাগিয়ে দেন।
সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব বি. এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসি (ট্রাফিক-উত্তর) মোঃ গোলাম মোস্তফা, এসি (ট্রাফিক-দক্ষিণ) মোঃ জায়েদ হাসান, এসি (কোতোয়ালি) মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নগরীর সিটি পয়েন্ট ও হুমায়ূন রশিদ পথচারি ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ