নুরুল কবির, বিশেষ প্রতিনিধি:
ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদ সড়ক গড়ে তুলুন এই শ্লোগান বাস্তবায়ন করতে অদ্য ১৪ জানুয়ারি দোহাজারী হাইওয়ে থানা, চট্টগ্রাম, কুমিল্লা রিজিয়নের দোহাজারী হাইওয়ে কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আব্দুল কাদের জিলানী, সহকারী পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চট্টগ্রাম হাইওয়ে সার্কেল। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিতিতে সফল হয়েছে এই সভায় উপস্তিত ছিলেন এবং বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তী সময়ে উক্ত বক্তব্য বাস্তবায়নে আশ্বস্ত করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন দোহাজারী হাইওয়ে পুলিশের সাহসী চৌকস অফিসার ইনচার্জ জনাব খাঁন মোঃ এরফান তিনি তার সমাপনী বক্তব্যে বলেন ট্রাফিক আইন বাস্তবায়ন করতে আমরা রাতদিন কটুর পরিশ্রম করে যাচ্ছি কিন্তু যতক্ষণ গাড়ি চালক ও সকল জনসাধারণ কে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারবনা ততক্ষণ পর্যন্ত নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে না তাই আসুন আমরা ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সচেতন করি এবং নিরাপদ সড়ক গড়ে তুলি।