★মাহাবুবুর রহমান। ঝিনাইদহ (কালিগঞ্জ) প্রতিনিধি:
ঝিনাইদহ কালিগঞ্জে মেহেদী হোসেন -২০ নামে ট্রেনে কাটা পড়ে গতকাল বেলা-১১ টার,সময় নিহত হয়েছে। তিনি হলেন ঝিনাইদহে কালীগঞ্জেরই নরেন্দ্র পুর গ্রামের মাহাবুব হাসানের এর ছেলে।
(মেহেদী)। এলাকাবাসীর তথ্যমতে,মেহেদী বেকারি পন্য নিয়ে কালীগঞ্জ শহর থেকে, বাবরা গ্রামের দিকে যাচ্ছিলেন নছিমনগাড়ী নিয়ে। পথের মধ্যেই রেলক্রসিং পার হচ্ছিলেন এমন সময় ঢাকাগামী চিএা
এক্সপ্রেস নছিমনকে ধাক্কাদেয় ঘটনা স্থানে মেহেদী মারা যায়।