মোহাম্মদ মিলন আকতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান " ইত্যাদি " ও দর্শনার্থী উভয়ই সফল হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে অনেক বেশি মানুষের সমাগম হয়।একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়।এতে বেশ কিছু উৎসুক দর্শক আহত হওয়ার খবরও জানা যায় ।
তবুও অনুষ্ঠানটি দেখতে আসা অনেক দর্শকের মতে, তারা নিজেদেরকে সফল বলে দাবি করছেন । কেন নিজেকে সফল বলে দাবি করছেন এমন প্রশ্নের উত্তরে তারা জানান - স্বল্প পরিসরে পাস কার্ড বরাদ্দ করেছিল "ইত্যাদি" কর্তৃপক্ষ । সেখানে ন্যূনতম এক লক্ষ মানুষের সমাগম ঘটেছে বলে দাবি করেন দেখতে আসা দর্শনার্থীরা। বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র নন্দিত হানিফ সংকেত -কে দেখার কৌতুহল ছিল এই অঞ্চলের মানুষের । পাস কার্ড ধারী দর্শনার্থীদের পাশাপাশি সাধারণ আমজনতা গ্যালারির ভিতরে সকলকে মুক্তভাবে প্রবেশের অনুরোধ জানান । এ নিয়ে মূল ফটকে থাকা কর্তব্যরত আইন-শৃঙ্খলা (পুলিশ) বাহিনীর সাথে বাগ বিতর্কে জড়িয়ে পড়েন আমজনতা । উত্তাল জনস্রোতের দাবির প্রেক্ষাপটের কারণে মূল ফটক ছেড়ে দেই প্রশাসন । গ্যালারি অপেক্ষা দর্শকদের সংখ্যা অনেক বেশি গুণ হয়ে যায় । নন্দিত হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন "ইত্যাদি "অনুষ্ঠান শুরু হবে তার আগ মুহূর্তে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পরেন কিছু দর্শনার্থীরা। এরপর শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। দর্শনার্থীদের শান্ত করতে ছুটে আসেন নন্দিত হানিফ সংকেত। কিছুটা পরিস্থিতি শান্ত হলে শুরু হয় জনপ্রিয় ম্যাগাজিন "ইত্যাদি "। কিছুক্ষণ পরেই আবারও দর্শনার্থীরা সামনে আসন গ্রহণ করা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ।
কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব ছিলেন নেটিজেনরা।
এ ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেন ইত্যাদি কর্তৃপক্ষ।
স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ ।
"ইত্যাদি "অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসার পরে কিছুটা জনসংখ্যা কমলে প্রায় তিন ঘণ্টা পর আবারও কিছু দর্শক নিয়ে শুটিং শুরু করা হয়।
দর্শনার্থীরা জানান, স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগে থেকে প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে প্রবেশ পাস দেয়া হয়েছিল। কিন্তু একটি চক্র সেই পাস হাজার টাকায় বিক্রি করেছে। অনেকে পরিবার নিয়ে অনুষ্ঠান দেখতে গিয়ে ঝঞ্ঝাটে পড়তে দেখা যায় ।
দর্শনার্থীরা অমুক্ত জায়গায় অনুষ্ঠানটি করলে ভালো হতো বলে মনে করলেও "ইত্যাদি" অনুষ্ঠান ঐতিহাসিক সমৃদ্ধ জায়গায় হয়ে থাকে বলে জানাই -নন্দিত হানিফ সংকেত । তিনি জানান -ঠাকুরগাঁওয়ের সবচেয়েও ইতিহাস সমৃদ্ধ স্থান রাণীশংকৈল এর টংকনাথ রাজবাড়ি।
একদিকে দর্শনার্থীরা সফল হয়েছে "ইত্যাদি "অনুষ্ঠানের নন্দিত হানিফ সংকেত কে দেখে । অপরদিকে কিছুটা বিশৃংখলার হলেও ইত্যাদি অনুষ্ঠানের স্টেজ প্রোগ্রাম পরিসমাপ্তি ঘটেছে এই রাজ বাড়িতেই ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ