মোহাম্মদ মিলন আকতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১২ বছর বেদখলে থাকা জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন মোঃ ইউসুফ আলী । ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
আজ শনিবার (২৫ শে জানুয়ারি ) সকাল ১১ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর সুকানি বস্তি গ্রামের মোঃ ইউসুফ আলী আদালতের নির্দেশে দলিলি ও ওয়ারিশ জমি ফেরত পান।
জমি ফেরত পাওয়া প্রসঙ্গে মোঃ ইউসুফ আলী বলেন - আমরা ওয়ারিশ সূত্রে মায়ের সম্পত্তি চাইতে গেলে নানারকম অসভোনীয় আচরণ করেন । পরবর্তীতে জমি সুরহার জন্য স্থানীয় বালিয়াডাঙ্গী থানায় বৈঠকের আহ্বান জানানো হলে বিবাদীগণ বৈঠকে উপস্থিত হয়ে উশৃংখল কথাবার্তা বলে । আমি সহ আমার ভাই ও বোনগণ দীর্ঘদিন সম্পতি বঞ্চিত হওয়ার কারণে ব্যথিত হয় । অবশেষে আমার ভাই ও বোনগণ আমাকে ওয়ারিশ সূত্রে জমি দলিল করে দেয় । স্থানীয় ও সামাজিকভাবে দলিলি ও ওয়ারিশ সম্পত্তি উদ্ধারে ব্যর্থ হলে ২০১৩ সালে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ আলোচনা- পর্যালোচনা করে ২০২২ সালে একতরফা রায় আমার পক্ষে ঘোষণা করেন এবং ২০২৩ সালে চূড়ান্ত ডিগ্রী ঘোষণা করেন। আদালতের রায়ের প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতের কর্মকর্তা ও প্রশাসনিক কর্তার সহায়তায় আজ আমি আমার জমি ফেরত পেলাম । দীর্ঘদিন পরে হলেও ন্যায়ের জয় হয়েছে।
এ সময় ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের নাজির মোঃ তফিজুল ইসলাম, নায়েব নাজির মোঃ ফরিদুল ইসলাম, আদালতের পেয়াদা, ঢুলি সহ বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবি উপস্থিত ছিলেন ।
উপস্থিত আইনজীবীগন বলেন - আদালতের মাধ্যমে বাদী মোঃ ইউসুফ আলী ন্যায়বিচার পেয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ