ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত এই শিক্ষার্থী সরকারি মহাতাব উদ্দীন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
শুক্রবার (৭ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলার ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাঃ হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাঃ হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যান শহরের পৌর এলাকার রায়গ্রামের শিক্ষার্থী শ্রী উৎস ভট্টাচার্য। শুক্রবার সকালে অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক ডাঃ কাজী রাজিবুল ইসলাম অধীনে অপারেশনটি করা হয়েছিল। এবং অ্যানেস্থেসিয়া করেছিলো প্রবির কুমার মন্ডল।
সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজ ছাত্রটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো রায়গ্রাম এলাকায় গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, নিহত মেধাবী এই শিক্ষির্থীর মেধা ও সৎ গুণের জন্য সে সবার কাছে প্রিয় ছিল। তার অকাল মৃত্যুতে স্বজনদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, নিহতের পরিবার কনো মামলা দায়ের করেনি। তারা বলেছেন, সৃষ্টিকর্তা নিয়ে গেছে। আমরা মামলা আর করছিনা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ