ভোলা প্রতিবেদক:
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকা নিতে আসা এক রোগীর মৃত্যু হয়েছে ডাক্তারের অবহেলায় বলে অভিযোগ উঠছে ডা. নাইমুল হাসনাত এর বিরুদ্ধে। পুলিশ ও জনসম্মুখে চিকিৎসককে মারধর করার ভিডিও রীতিমতো ভাইরাল সোস্যাল মিডিয়ায়। শুক্রবার (১১এপ্রিল) বিকেলে ভোলা সদর হাসপাতালের প্রাঙ্গণে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে সদরের ধনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ মাকসুদুর রহমান নামের এক ব্যাক্তি স্ট্রোক করলে স্বজনরা তাকে জুমার নামাজের আগে হাসাতালে নিয়ে আসেন। ওই সময় হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নাইমুল হাসনাত রোগীকে চিকিৎসা সেবা না দিয়ে জুমার নামাজ পড়তে যাবেন বলে জরুরী কক্ষ থেকে বের হন। পরে নামাজ শেষ করে হাসপাতালে এসে রোগীকে মৃত ঘোষণা করেন বলে অভিযোগ স্বজনদের। স্বজনরা জানান, চিকিৎসক রোগীকে সময়মতো চিকিৎসা দিলে মৃত্যু হতো না। ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি মোবাইল টিম। পড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ নিজেই ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন।
উক্ত ঘটনার বিষয়ে ওসি মোঃ হাচনাইন পারভেজ জানান, দুপুরে একজন রোগী জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার নাইমুল হাসনাত রোগী দেখতে বিলম্ব করায় রোগীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে আসলে পরিবেশ উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে ডাক্তারকে ব্যাপক মারধর করেন উত্তেজিত জনতা এবং রোগীর স্বজনরাও।
এ দিকে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. মোঃ শেখ সুফিয়ান রুস্তম জানান, বিষয়টি আগামীকাল তদন্ত করে দেখা হবে। যদি চিকিৎসকের অবহেলা প্রমাণিত হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ