* প্রতি ১ সেকেন্ডে, সেকেন্ডে হায়াত কমে যাচ্ছে।
* কখন ফাইনাল চিঠি আসবে কেউ জানে না।
* যখন আমাকে নেওয়ার জন্য অতিথি আসবেন তখন কারো কথাই শুনবেন না।
* আমার কাছ থেকে আত্মা নিয়ে যাবে।
* আত্মা নিয়ে যাওয়ার পর তখন আমি কিছুই বলতে পারব না।
* আমাকে গোসল করাচ্ছে ।
* সব দামি কাপড় ফেলিয়ে দিয়ে আমাকে সাদা মার্কিন কাপড় পরিয়ে দিচ্ছে।
* মসজিদ থেকে নিয়ে আসবে আমার জন্য পালকি সেই পালকিতে চলে আমাকে নিয়ে যাব কবরস্থানে , কিছু ক্ষণের মধ্যেই সাথে সাথে আমাকে কবরে নামাবে , নামানোর সাথে সাথে আমার উপরে দিবে বাসের ছাউনী, কলার পাতা , তার পরে দিবেন তিন মুশ্ঠি মাটি ।
* তারপরে শেষ বিদায়ের দোয়া।
* আমাকে ছেড়ে এক এক করে কবস্থান থেকে সবাই চলে যাবে।
* আমাকে রেখে যাওয়া মানুষগুলি ৪০পা যাওয়ার পরেই আমার হিসাব সুরু হবে।
* আমার কবরের হিসাব, জন্মের পর থেকে , আমি কোনটা খারাপ কাজ করেছি আর কোনটা খারাপ কাজ করেছি তার সূক্ষ্ম বিচার হবে।
* যদি ভালো কাজ করে থাকি তাহলে জান্নাত ।
* আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে জাহান্নাম।
* দাঁড়িপাল্লার মত সঠিক হিসাব হবে সেদিন।
* ভালো মন্দ হিসাব করে আমাকে কোথায় পাঠাবে তা আমি জানিনা।
* হে আল্লাহ খারাপ কাজ থেকে আমাকে দূরে রাখো।
* হে আল্লাহ মানুষের সেবা করার সুযোগ দাও।
* হে আল্লাহ আমার জীবনের কতগুলো কত পাপ করেছি তা জানি না আমাকে ক্ষমা করে দাও।
* হে আল্লাহ আমাকে সঠিক পথে চলো তুমি দান করুন মালিক।
* হে আল্লাহ আমাকে হালাল রিজিক খাবার তৌফিক দান করুন মালিক।
* হে আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত।
* হে আল্লাহ কবরের আজাব আমি সইতে পারিব না।
* হে আল্লাহ প্রতি মুহুর্তির গুণাবলী আমাকে ক্ষমা করে দাও।
* আমি যদি কারো কাছে কোন খারাপ ব্যবহার বা দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন।
,* হে আল্লাহ সৎ পথে থেকেই যদি একটু কষ্ট হয় তারপর শোকের আদায় করি, আলহামদুলিল্লাহ।
* আসুন আমরা সবাই বেশি বেশি করে সালাত আদায় করি।