নুরুল কবির, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করেছে। সরকারি দল এবং বিরোধী দল সবই আওয়ামী লীগের। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ প্রমাণ করেছে যে, এই নির্বাচনের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই। নির্লজ্জ এই সরকারের নূন্যতম কোন নৈতিক ভিত্তি থাকতে পারেনা বাংলাদেশ জামায়াতে ইসলামী,চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা আয়োজিত এক ভার্চুয়াল সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ও সাবেক এমপি সদ্য কারামুক্ত জনাব শাহজাহান চৌধুরী। থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ জাহের, আহমদ রশীদ,থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান বলেন, সরকার দেশ থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে বাকশাল-২ প্রতিষ্ঠার পথে সব বাঁধা দূর করার জন্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে। আওয়ামী সরকারের অধীনে নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয় না তা এই ডামি নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো,যা অতীতেও বারবার প্রমাণিত হয়েছে।ইতিহাস হলো গণতন্ত্র ও আওয়ামীলীগ কখনও এক সাথে চলেনা। মহানগরী আমীর বলেন, জামায়াতে ইসলামীর সকল সদস্যকে জনগণের পাশে থাকতে হবে। প্রতিটি এলাকা ও মহল্লায় দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামীকে মজবুত ও জনগণের সংগঠনে পরিণত করতে সব ধরনের জুলুম-নির্যাতনকে উপেক্ষা করে দূর্বার গতিতে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের মনে রাখা উচিত জামায়াত একটি আদর্শবাদী,গণমুখী, গণতান্ত্রিক ও জনপ্রিয় রাজনৈতিক দল। জাতির যেকোন ক্রান্তিকালে এবং যেকোন দুর্যোগকালীন মূহূর্তে জামায়াতে ইসলামী নিজেদের শক্তি-সামর্থ্য উজাড় করে দিয়ে জনগণের পাশে থাকে। আমাদের শেকড় এখন অনেক গভীরে। তাই জামায়াতে ইসলামীসহ সকল বিরোধী দলের আন্দোলনে সাড়া দিয়ে জনগণ গত ৭ জানুয়ারির পাতানো নির্বাচনে সাড়া দেয়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ