মোঃ সজীব ইসলাম,স্টাফ রিপোর্টার:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের তিনবছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা বেলা ১২নটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) করার দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং শিক্ষার্থী মোঃ আরিফ, হাফিজা সুলতানা, আকাশ মিয়া, সাব্বির হোসেন, অপু আহমেদ প্রমুখ।
হাফিজা সুলতানা বলেন, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নার্সিং শিক্ষায় প্রবেশ করছি। আমরা দিনরাত রোগীদের সেবায় কাজ করে যাচ্ছি। কিন্তু নার্সিং পেশা শুরু থেকে অবহেলার শিকার হয়ে আসছি। যাদের সেবায় দেশের রোগীরা সুস্থ হচ্ছেন তাদের কোনো খোঁজ কেউ রাখে না। আমরা নার্সিং শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই।
মোঃ আরিফ বলেন, গত সরকারের সময়ে এবং ২০২৪ সালের ২১ আগস্ট প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য ও পরিবারকল্যান উপদেষ্টার কাছে নার্সিং শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) করার দাবির কথা উল্লেখ করা হয়। আমাদের দাবি যৌক্তিক এবং মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু সাত আট মাস পার হলেও এর কোনো অগ্রগতি নেই। সরকারের কাছে আমাদের দাবি পূরণের প্রত্যাশা করছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ