মোঃ সজীব ইসলাম, স্টাফ রিপোর্টার :
নীলফামারীর ডিমলায় নলকুপের ব্যবহৃত পানি ক্ষেতে নিষ্কাশনের ড্রেন নির্মাণে বাধা দেয়ায় বৃদ্ধের গলা চিপে ধরলে শ্বাস রুদ্ধ হয়ে ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়েছে হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ সাহের বানু (৩৫) নামের এক গৃহবধূকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
ডিমলা থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, নীলফামারী জেলার ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের মধ্য গয়াবাড়ি গ্রামের লেবু মিয়ার স্ত্রী সাহের বানুর গৃহস্থালির নলকুপের ব্যবহৃত পানি প্রতিবেশী মৃত শুকারু মামুদের ছেলে মহির উদ্দিন (৭৫) এর ক্ষেতের মধ্যে গিয়ে ফসল নষ্ট হওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লেবু মিয়ার স্ত্রী সাহের বানু পানি নিষ্কাশনের ওই ড্রেন পুনরায় নির্মাণ করতে গেলে তা দেখে বৃদ্ধ মহির উদ্দিন তার ক্ষেতের মধ্যে পানি না ফেলার জন্য ড্রেন নির্মাণে বাধা প্রদান করেন। ড্রেন নির্মাণে বাধা দেয়ার সময় বাক বিতন্ডার একপর্যায়ে সাহের বানু বৃদ্ধ মহির উদ্দিনের গলাচিপে ধরলে বৃদ্ধ মহির উদ্দিন গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার কিছুক্ষণ পরেই আহত মহির উদ্দিনের মৃত্যু হয়। ডিমলা থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনায় জড়িত সাহের বানুকে আটক করেছে। পুলিশ ময়না তদন্তের জন্য মৃত মহির উদ্দিনের লাশ উদ্ধার করেছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত সাহের বানু নামের ওই গৃহবধূকে আটক করা হয়েছে এবং মৃত্যু মহির উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ