মোঃ সজীব ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডিমলায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫-মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জামায়াতে ইসলামী ডিমলা সদর ইউনিয়নের আমির মোঃ নুর মোবাশ্বের।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সামীমা ইয়াসমিন। এসময় আরো বক্তব্য রাখেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলার সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর কাজী মাওলানা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৫ শে মার্চ ছিলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধরনের নারকীয় গণহত্যা কান্ড যা মনে হলে এখনো গায়ের প্রতিটি লোম শিউরে ওঠে। ওইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইট এর নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ