মোঃ সজীব ইসলাম, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর ডিমলা সদরে মোতালেব হোসেন নামের এক গ্যালামাল ব্যবসায়ীকে নিম্নমানের সয়াবিন তেল ও ওজনে কম বোতলজাত করে বিক্রির অভিযোগ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আধা লিটার ওজনের ৪৮ বোতল সয়াবিন যা ওজনে পাওয়া গেছে ৩৬৫ মিঃলিটার এবং ১৮০ বোতল সয়াবিন তেলে ২ লিটারের স্থলে প্রতি বোতলে ২০ মিলিলিটার কমে ১৮০০ মিলি লিটার ওজনের বোতল বাজার জাতকৃত সয়াবিন তেল জব্দ করে বিনষ্ট করা হয়েছে । এর আগে উপজেলার চাপানীর হাটের মোরশেদা অটো মুড়ি, চিড়ার মিল কারখানায় অভিযান চালিয়ে মুড়ি ও চিড়া ভাজার কাজে ব্যবহৃত হাইড্রোস নামের বিষাক্ত কেমিক্যাল ও হাইড্রোস মিশ্রিত মুড়ি ও চিড়া জব্দ করে বিনষ্ট করা হয়। এ সময় ওই কারখানর মালিককে ২৫ হাজার টাকা জড়িমানা করা হয় । অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার নীলফামারী অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সামসুল আলম। মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন, ডিমলা থানার এএসআই মোঃ নুরুন্নবী ইসলাম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ