মোঃ সজীব ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নীলফামারীর ডিমলা উপজেলায় 'ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ' শাখা ছাত্রদলের উদ্যোগে বুয়েট এর শিক্ষার্থী শহীদ আরবার ফাহাদ এর স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭-অক্টোবর) সোমবার সকালে মৌন মিছিলটি কলেজ চত্বর প্রর্দক্ষিন করে স্মরণ সভায় মিলিত হয়।
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক প্রিন্স লিমন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, ডিম উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আশিকুর রহমান আকিক, ডিমলা উপজেলা ছাত্রদলের আরিফুজ্জামান আরিফ, মেহেদী হাসান সহ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল ও ডিমলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের আহ্বায়ক প্রিন্স লিমন হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে তাকে স্টাম্প দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সন্ত্রাসমুক্ত শিক্ষাঅঙ্গন বাস্তবায়নে ছাত্রদলের পতাকাতলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রিন্স লিমন হোসেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ