মনোয়ার হোসেন সেলিম, নীলফামারী জেলা প্রতিনিধি:
আজ ২০ ই জানুয়ারী রোজ সোমবার সন্ধা ৭ টায় নীলফামারী জেলা শাখার অধীনে ডিমলা উপজেলা শাখায় মাটির মা ফাউন্ডেশনের ৪১ বিশিষ্ট পূণাঙ্গ কমিটি ঘোষণা করেন বা অনুমোদন দেন অত্র সংগঠনের জেলা কমিটির সম্মানিত সভাপতি মনোয়ার হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।
উক্ত কমিটিতে নবনির্বাচিত সভাপতি হিসাবে নির্বাচিত হন ডাঃ মোঃ রেজাউল করিম , সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মোঃ সালেহ আহম্মেদ কাব্য , সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম হিরা সহ অনেকে নির্বাচিত হন অত্র সংগঠনে।
মাটির মা ফাউন্ডেশন সম্মানিত জেলা সভাপতি/সম্পাদক বলেন, নীলফামারী জেলা শাখার অধীনে ডিমলা উপজেলায় ৪১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো। উপজেলা নবাগত কমিটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
সেই সাথে সংগঠনের নিয়ম কানন ও লক্ষ উদ্দেশ্য মেনে চলবে এবং এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
স্বেচ্ছায় কাজ করবে আমরা সকলে সর্বদায় এই কামনা করি।
নবনির্বাচিত উপজেলা সভাপতি/সম্পাদক জানান, আপনারা সকলে আমাদের পাশে থাকলে অবশ্যই প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করবো। আমরা সকলে সাধারণ মানুষের পাশে আর্থিক ও সার্বিক সহযোগিতার মাধ্যমে অত্র সংগঠনের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।