সুদীপ্ত মিস্ত্রী খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওর্য়াডের বাজারের সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে ১৬ ই এপ্রিল রোজ মঙ্গলবার মাদারতলা পুলিশ ক্যাম্পের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। ক্যাম্প ইনচার্জ মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে,অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপি ও বাজার কমিটির সভাপতি বাবু স্বপন মিস্ত্রী,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাবু মৃণাল কান্তি বিশ্বাস( ৮ নং ওয়ার্ড সদস্য),কাশেম সানা সেক্রেটারি ৮ নং ওয়ার্ড বিএনপি,৯ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সরোয়ার গাজী,১৪ নং মাগুরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল গাজী, ৯ নং ওয়ার্ডের জামাত ও বাজার কমিটির সেক্রেটারী জনাব কালাম গাজী,বাবু অমিয় কান্তি সরদার (শিক্ষক),ওয়ার্ড বিএনপির সদস্য বাবু রাজীব গোলদার,অচিন্ত মিস্ত্রী,ইউনিয়ন যুব দলের সদস্য সুরন্জিৎ মিস্ত্রী। আরও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম (স্বপন),পুলিশ সদস্য মোঃ আব্দুল গফুর,মোঃ জিল্লুর রহমান,দেবাশীষ ঘোষ,প্রদীপ কুন্ডু,মোঃ হোসাইন সহ অএ এলাকার বিএনপি,জামাত অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এসিস্ট্যান্ট ক্যাম্প ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
আবু হহুরাইরার পবিএ কোরাআন তেলায়তের মাধ্যমে ও শ্যামল মন্ডলের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
কিশোর অপরাধ,নারীর প্রতি সহিংসতা,নারী,শিশু,বয়ষ্ক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সুরক্ষা,মাদক বাল্য বিবাহ প্রতিরোধে,আত্মহত্যা প্রতিরোধ সংক্রান্ত বিষয় গুলো নিয়ে প্রধান অতিথী ও বিশেষ অতিথী সঠিক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও আইন শৃঙ্খলা বাহিনিকে অপরাধ মূলক সকল তথ্য দিয়ে পাশে থাকার আহব্বান জানান।