সুদীপ্ত মিস্ত্রী খুলনা প্রতিনিধিঃ
"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার ৫৪ সদস্য ৯ পৃষ্ঠপোষক ও ৭ উপদেষ্টা বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪মে শনিবার সকাল ১১ টায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বিশ্বাস এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া ভূমি কমিশনার আশিস মোমতাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল,খুলনা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)প্রকৌঃ তানভীর আহমেদ,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা,খুলনা জেলা ট্রাফিক পুলিশের (টিআই) মোঃ মোজাম্মেল হক।এসময় আরও উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা, উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইয়ুম জামাদ্দার, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা সন্তান সরদার রাকিবুজ্জামান,সমাজ সেবক মোঃ মুনিমুর রহমান নয়ন,যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন যারা,সভাপতি খান মহিদুল ইসলাম,সহ-সভাপতি মোঃ শাহাজান জমাদ্দার,গাজী আব্দুল আজিজ,শেখ ওমর ফারুক,সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন বিশ্বাস,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইজ্জাত আলী মোড়ল,শেখ আসাদুজ্জামান মিন্টু,মোঃ জুলফিকার আলী ভূট্ট,কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম সরদার সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,দপ্তর সম্পাদক সবুজ কুমার দাশ,প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,প্রকাশনা সম্পাদক সরদার বাদশা,দূর্ঘটনা অনুসন্ধান সম্পদাক জাহাঙ্গীর আলম মুকুল,আইন বিষয়ক সম্পাদক শেখ মোশাররফ হোসেন,সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত,সমাজ কল্যান সম্পাদক মোঃ আব্দুল্লাহ খান,মহিলা বিষয়ক সম্পাদক শীলা রানী মন্ডল,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহম্মেদ এবং ৩৩ জন কার্যকারী সদস্যসহ মোট ৫২ সদস্য নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন। অনুষ্ঠানে কমিটিতে থাকা ৩ জন সড়ক যোদ্ধাকে সড়কে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ক্রেস্ট প্রদান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ