সুদীপ্ত মিস্ত্রী, ব্যুরো প্রধান খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের মাদারতলা গ্রামে অবস্থিত পল্লিজননী কোচিং সেন্টার। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাএ/ছাএীদের পাঠদান করানো হয়।
আসন্ন আগামী এস এস সি পরিক্ষা উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান সুকৃতি মন্ডলের নেতৃত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সুকৃতি মন্ডল সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,প্রিয় ছাএ/ছাএীরা আগামীতে শুরু হতে যাচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। রাজনৈতিক সঙ্কটের কারনে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছ তোমরা সাথে তোমাদের পরিবার ।সরকার যখন রাজনৈতিক সঙ্কট সমাধান না করে পরীক্ষা নেওয়ার কাজ চালাচ্ছে তাই তোমাদেরও পরীক্ষা দিতে হবে গুরুত্ব সহকারে। এসএসসি পরীক্ষা তোমাদের জীবনে অনেক গুরুত্বের যদি আগামীর জন্য ভালো টার্গেট থাকে। ছাত্রীদের জন্য গুরুত্বের আরেকটি কারণে সেটা হলো , যদি এই পরীক্ষায় খারাপ কর তাহলে পরিবার থেকে বিয়ের সার্টিফিকেট ধরিয়ে দেবে। ছেলেদের জন্য গুরুত্বের এ জন্য প্রবাস জীবন নয়তো চাকুরি জীবন শুরু হয়ে যাবে।
নিজদের টার্গেট বাস্থবায়নের জন্য অবস্যই তোমাকে সফলতা অর্জন করতে হবে আর তার জন্য চাই গুরুত্ব এবং প্রচেষ্টা।