ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক আয়োজিত জুন ২০২৪ ইং ক্লোজিং উপলক্ষে বিশেষ উন্নয়ন সভা অনুষ্টিত।
মো:গোলাবুর রহমান আজাদ,ষ্টাফ রিপোর্টার:
আজ ২৫ জুন ২০২৪ইং ঢাকা সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত এক বিশেষ উন্নয়ন সভার আয়োজন করা হয়েছে।উক্ত উন্নয়ন সভা ঢাকা সার্ভিসিং সেল এর ইনচার্জ জনাব দীপক কুমার রঞ্জন এস ভি পি সাহেবের সঞ্চালনায় পরিচালিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচাল্ক,মুখ্য নির্বাহী জনাব আনোয়ারুল হক,বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির একক বীমা বিভাগের ইনচার্জ ই ভি পি (উন্নয়ন ও প্রশাসন) জনাব ফরহাদ জলিল।আরো উপস্থিত ছিলেন জনাব পল্লব কুমার ভৌমিক, আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার থেকে তদোর্ধ কর্মকর্তা বৃন্দ।জনাব ফরহাদ জলিল সাহেব ব্রাঞ্চম্যানেজার থেকে তদোর্ধ কর্মকর্তাদের ব্যবসায় উন্নয়নের লক্ষ্যে আলোচনা করেন স্ব স্ব কর্মকর্তাদের নির্দিষ্ট টার্গেট নির্ধারন করে দেন। মানীয় ব্যবস্থাপনা পরিচালকের সমাপনী বক্তব্যের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।