আব্দুর রহিম সিনিয়র রিপোর্টার :
নীলফামারীর ডোমার উপজেলায় পাঙ্গা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক সহ ১৫০ মিটার সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে। তবে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার ও ভিত্তি ঢালাইয়ে কম রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
আজ রবিবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তি ঢালাই শুরু হলে তা বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, কাজটিতে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার সহ ভিত্তি ঢালাইয়ে ১০ মি.মি. রড দেওয়ার কথা থাকলেও ৮ মি.মি. রড ব্যবহার করা হচ্ছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ভুট্টো জানান, ঠিকাদার মোঃ মটর সাহেবকে অনেকবার ফোন দিয়েছেন তিনি। ব্যস্ততা শেষ করে আসতে চেয়েছেন।
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ডোমার উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিডিইপি-৪ প্রকল্পের আওতায় মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজের সর্বমোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৬৪ হাজার ৭৪৭ টাকা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ