জানে আলম মুনশী
আমি হালায় দেখতে ভালো
ছবাই থাকে তাকাইয়া।
নাম ধরে কেউ ডাকে না আর
বন্ধুরা কয় ঢাকাইয়া।
ভোজন রছিক পেটটা আমার
বাপের বড় পোলা,
দাম জিগাইলে কইতে হইবো
দেরছো টাকা তোলা।
ছাদের উপর ঘুড্ডি উড়াই
ব্যবছা কইরা খাই,
বাপের কালের ছম্পদ আছে
কোন চিন্তা নাই।
ছশুর বাড়ি ছোয়ারীঘাট
নানার বাড়ি নবাবপুর,
নানা হালায় নবাব তো নয়,
নবাব ছিল নানীর কুল।
বড়ছি দিয়া মাছ মারিত
পিছন ছিল বড় বিল।
ছরকারে ছব লইয়া গেছে
নাম দিয়েছে মতিঝিল।
শশুর হালায় ব্যবসা করতো
কাপড় বেঁচতো জামদানী,
ছালায় আমার ছিক্ষিত হইয়া
ছুতা করে আমদানী।
বন্দুক, ছুন্দক ছবই আছে
আরো আছে পানদানী
আমরা হালায় ওগো চেয়ে
একটু বেছি খানদানী।
লেখকঃ জানে আলম মুনশী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ