আব্দুস সালাম মিন্টু:
নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে হটাৎ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১২ জুন) দুপুর ১২টায় মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করছিলো সেই বাসটি। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় আসলে হটাৎ করেই অনেক ধোয়া বের হয়। সময় মতো যাত্রিরা বের হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে কাচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবেই ঘটনাস্থলে পৌচ্ছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর মহাসড়কে মুক্ত করে দেওয়া হয়েছে এতে কোন যানজট সৃষ্টি হয়নি।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের টিম সেখানে যায়। প্রাথমিক ভাবে ধারনা করছি প্রচণ্ড গরমের কারণে বাসের ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ