(
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে নড়াইলের উপর দিয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলল আজ। পরীক্ষামূলক ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশনে পৌঁছায় আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৩৩ মিনিটে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ১০টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেনটি চালুর সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন,পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা রেল জংশনে সকাল ১০ টা ৩৩ মিনিটে প্রবেশ করে। এটি ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে চলে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত। পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আ: বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান কর্মকর্তা সহ বাংলাদেশ সেনাবাহিনী, চায়না রেলওয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ কর্মকর্তাবৃন্দ। তিনি জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের পদ্মবিলা রেলওয়ে স্টেশন পর্যন্ত ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। পদ্মবিলা রেলওয়ে স্টেশন থেকে যশোরের সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।
রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর
মোঃ শফিকুর রহমান বলেন, পরীক্ষামূলক ট্রেনটির যাত্রা নির্ভিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ