দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা:
সাতক্ষীরার তালায় প্রাথমিকের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে পরের দিন শুক্রবার ওই শিক্ষককে আটক করা হয়।
আটক শিক্ষকের নাম-সুভাষ কুমার দাস (৫৮) ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)।
অভিযোগে উল্লেখ করা হয় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ই মার্চ সকালে ভুক্তভোগী ঐ ছাত্রীকে(১০) শ্রেণিকক্ষে ডেকে পাঠান। এবং ওই ছাত্রীকে শিক্ষকের গা-হাতপা টিপে দেওয়ার জন্য শিক্ষক নিজেই বলেন। এ সময়ে কক্ষে কোন শিক্ষার্থী না থাকার কারণে ওই শিক্ষক ছাত্রীর গোপনাঙ্গে স্পর্শ করেন। এরপর শিশুটি ভয়ে বাড়িতে পালিয়ে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পরের দিন অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে ওই প্রধান শিক্ষক কোন পদক্ষেপ না নেয়ায় ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এবং থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান ভুক্তভোগীর পিতার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে।