সিলেট অফিল::
সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের নিখোঁজ হওয়ার এক দিন পর হারুন মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃতদেহটি যাদুকাটা নদীর বালুর চড় থেকে বালি চাপা দেয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তার লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। এর সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) শিশুরটির মা স্কুলে না যাওয়ার কারণে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরেনি। বাড়ি থেকে বাহির হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি হয় কোথাও থাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে বালুর উপরে শিশুটির একটি হাত দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে কে বা কারা আর কী কারণে তাকে মাটি চাপা দিয়েছে সে কারণ এখনো জানা যায়নি।
ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।