স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থীর সমর্থক ব্যবসায়ী আব্দুল হক কে বাজারে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় ১৪ জনের নামে তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার (২৪মে) রাত সাড়ে ১১ টায় আহত'র ছোট ভাই আব্দুল খালেক বাদী হয়ে কলাগাঁও গ্রামের মৃত জয়দর আলীর ছেলে মূলহোতা এমরুল কে (২৯) প্রধান আসামি করে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় অপর আসামিরা হলেন, একই গ্রামের হাবিবুর রহমান (৪৩), নজরুল ইসলাম (৩৩), আলী মিয়া (৪৭), বিল্লাল মিয়া (৩৭), মুর্শিদ আলম(২৯), নুর আলম(২২), নবী হোসেন (২৬), রজব আলী মুন্সি (৪৮), হানিফ মিয়া (২৪), রায়হান মিয়া (২২), হামিদ মিয়া (৪৬)৷ কাউসার মিয়া (২৪) ও সাইফুল ইসলাম (২৫)।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী জের ধরে পরাজিত প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান (কাপ পিরিচ) এর সমর্থক আব্দুল হক কে বিজয়ী প্রার্থী, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন (আনারস) এর সমর্থকরা কলাগাওঁ বাজারে ব্যাক্তিগত অফিসে ডুকে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মারাত্মক আহত করে। গুরুতর আহত আব্দুল হক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সংসার পাড় গ্রামের আব্দুল বারিকের ছেলে। ঘটনার পর রাতেই মমুর্ষ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমন ন্যাক্করজনক ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গত শুক্রবার রাতে আহত'র ছোট ভাই বাদী হয়ে তাহিরপুর থানায় ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ