স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে ২০২৩-২৪ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনি,মাটিয়ান,গুরমা ও মহালিয়া হাওরের অধিকাংশ প্রকল্পের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ও উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মাটিয়ান হাওর,শনি হাওর ও গুরমার বর্ধিতাংশ প্রকল্পের বেশ কয়েকটি বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য হুমাইয়ুন কবির, পিআইসি সভাপতি আশরাফুল ইসলাম, এনামুল হক, মোবাশ্বির আলম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)র সভাপতি ও সদস্য সচিববৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক ইউপি সদস্য হুমাইয়ুন কবির বলেন, এবারে মাটিয়ান হাওরের বেশ কয়েকটি ফসলরক্ষা বাঁধের কাজ যথা সময়ে শুরু হয়েছে। এতে খুব দ্রুত বাঁধগুলোর কাজ শেষ করা সম্ভব হবে। এবং বাঁধের কাজ যত্ন সহকারে সঠিক নিয়মে করতে পারবে। এতে বাঁধগুলো শক্তিশালী হবে ও আগাম বন্যার ঝুঁকি থেকে রক্ষা পাবে।
প্রকল্প সভাপতি আশরাফুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যেন কাজ শেষ করতে পারি সে লক্ষে দ্রুত বাঁধের কাজ শুরু করেছি। আশা করছি নিয়ম অনুযায়ী সঠিক সময়ে কাজ শেষ করবো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ