স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।
আজ বুধবার ভোররাতে উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের ডালারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সায়েদ মিয়ার বাড়ির উত্তরে যাদুকাটা নদীর বালু চড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৭৫ এমএল পরিমাণে ভারতীয় এসি ব্ল্যাক জাতীয় ৭৫ বোতল মদ উদ্ধার করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ভোর রাতে উপজেলার লাউড়েরগড় সীমান্তের শাহ আরেফিন এলাকা দিয়ে লাউড়েরগড় গ্রামের বিজিবির সোর্স পরিচয়ধারী বাইজিদ মিয়া, জসিম মিয়া ও নুরু মিয়ার ভারত থেকে চোরাই পথে একটি মদের চালান বাংলাদেশ নিয়ে এসে পার্শ্ববর্তী বিশ্বম্ভতরপুর উপজেলার মিয়ারচড় এলাকায় নিয়ে যাচ্ছে। এমন সংবাদেরদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামের নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে ডালারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সায়েদ মিয়ার বাড়ির উত্তরে যাদুকাটা নদীর বালু চড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৭৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় পুলিশ উপস্তিতি টের পেয়ে মাদক কারবারিরা যাদুকাটা নদীর বুল চড়ে দুটি বস্তা ভর্তি মদের বোতল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ