স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের ওপার ভারত থেকে চোরাই কয়লা আনতে গিয়ে সুজন মিয়া (২০) নামে এক যুবক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। সুজন উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের সী৮মান্তবর্তী লাকমা গ্রামের মোঃ মহরম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে জীবিকা নির্বাহের তাগিদে পাশ্ববর্তী দেশ ভারতের কয়লার খোয়ারি থেকে চোরাই কয়লা আনতে যায় সুজনসহ বেশ কয়েক জন শ্রমিক । কয়লার খোয়ারি থেকে বস্তাবন্দি করে কয়লার বস্তা নিয়ে আসার সময় খোয়ারির ছাল ভেঙ্গে গর্তে আটকে পড়ে সুজন। পরে তার সাথে থাকা অপর সহকর্মীরা মাটি খুঁড়ে সন্ধ্যার পর সুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। দেশে আনার পর আমরা দেখলাম সুজনের মাথায় আঘাত, দাতের চাপা ভেঙ্গে গেছে , কোমড়ের হাড় ভেঙ্গে গেছে। এমনকি তার সারা শরিরে জখমের আঘাত রয়েছে । পরে রাত ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন ওই এলাকার বর্তমান ওয়ার্ড মেম্বার সাফিল মিয়া। ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার আইয়ুব’র কাছে এবিষয়ে জানতে চাইলে উনি কিছুই জানেন না বলে জানান তিনি।
ট্যাকেরঘাট ফাঁড়ি থানায় দায়িত্বরত কর্মকতা এ এস আই জিয়া’র কাছে এবিষয়ে জানতে চাইলে উনি বলেন, আমি অন্য এলাকায় একটি অভিযানে গিয়েছিলাম। এঘটনার বিষয়ে আমার জানা ছিলোন, আপনার মাধ্যমে মাত্রই জানতে পারলাম। আমি বিষয়টি খুঁজ নিয়ে দেখতেছি।