মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইলিয়াস (২৫) নামে এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। শিশুটি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। গ্রেফতার কৃত ইলিয়াস আলী'কে ০৯ সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গত রোববার বিকালে ঔ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইলিয়াস আলী 'কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। ইলিয়াস উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাও গ্রামের মৃত মোন্তাজ মিয়ার ছেলে বলে জানা যায়। বাদী ভুক্তভোগী শিশুটির চাচা জানায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামের স্থানীয় বাসিন্দা, শিশুটি আমার বড় ভাইয়ের মেয়ে। শিশুটির বাবা অসুস্থ থাকায় তার মা কিছুদিন আগে বাড়ি থেকে চলে যায়। এদিকে ব্রাহ্মণগাও গ্রামের অভিযুক্ত ইলিয়াস আলী গুটিলা গ্রামে তার বোন জামাই উজ্জল মিয়ার বাড়িতে থেকে অটোরিকশা চালায়। গত শনিবার রাত ১০টার দিকে শিশুটি অসুস্থ বাবার সাথে নিজের ঘরে ছিলো। তার বাবা অসুস্থ থাকায় ও ঘর খালি থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে ইলিয়াস আলী। তখন শিশুটির চিৎকার শুনে আশপাশের ঘরের লোকজন এসে দরজা খুললে ইলিয়াস কে শিশুটির সাথে জোরাজুরি করতে দেখে। এসময় তাকে আটকানোর চেষ্টা করলেও সে পালিয়ে যায়। পরের দিন দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে তাহিরপুর থানায় অভিযোগ করে। অন্যদিকে অভিযুক্ত ইলিয়াস আলী শিশুটির পরিবারের উপর মারধর ও লুটের অভিযোগ করতে আসলে'ই থানা পুলিশ তাকে আটক করে। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইলিয়াস আলী কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ