স্টাফ রিপোর্টার।
চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা না করায় সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই পার্ডন কুমার সিংহকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন অফিসারের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে মাদকসহ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা না করায় অভিযানের নেতৃত্বে থাকা এসআই পার্ডন কুমার সিংহকে মঙ্গলবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহের নির্দেশে তাকে প্রত্যাহার করে আপাতত পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার থানা পুলিশকে অভিযানের নির্দেশনা দিলেও পুলিশ সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে অভিযানের খবর থানা পুলিশের কাছ থেকে চোরাকারবারিরা জেনে যায়। এরপর পরিস্থিতি সামাল দিতে পাকা মার্কেটের কক্ষ থেকে অভিযানের পূর্বেই চোরাকারবারিরা কয়েক লাখ টাকার ভারতীয় বিড়ি ও বিদেশি মদের কার্টনগুলো সরিয়ে নেয়। পরে ওই দোকানের ভেতর মাত্র দুই কার্টন ভারতীয় বিড়ি রেখে তালাবন্ধ করে রেখে যায়।
এদিকে চোরাচালানিরা নিরাপদে সরে যাওয়ার পরই রোববার মধ্যরাত পরবর্তী সময়ে যখন বাজারের অধিকাংশ ব্যবসায়ী রাতে ঘুমাতে যান ঠিক তখনই চোরাচালানিদের নির্দেশিত কাঠমিস্ত্রির দোকানের তালা ভেঙে দুই কার্টন ভারতীয় শেখ নাসির বিড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে অভিযান সমাপ্ত করে।
বুধবার সকালে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন অভিযান প্রসঙ্গে বলেন, অভিযানে দুই কার্টন ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। এক চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ